কিভাবে যাবেন ( How to go)
১। প্রথমে বাগেরহাট বাস স্টান্ড থেকে চিতলমারী টু টুঙ্গীপাড়া বাসে চিতলমারী উপজেলা পরিষদের গেটে নামতে হবে। তার পর উপজেলা পরিষদ ভবনের সামনের নীচ তলার সিড়ির বাম পার্শ্বর প্রথম কক্ষ (৩ নং কক্ষ)
২। খুলনা থেকে খুলনা টু গোপালগঞ্জ বা মাওয়া, মাদারীপুর বাসে ফকিরহাটএর ফলতিতা বাজারে এসে নামতে হবে। সেখান থেকে মাহেন্দ্রে করে উপজেলার গেটে নামতে হবে। তার পর উপজেলা পরিষদ ভবনের সামনের নীচ তলার সিড়ির বাম পার্শ্বর প্রথম কক্ষ (৩ নং কক্ষ)
৩। গোপালগঞ্জ থেকে বাসে পাটগাতী ব্রিজ পার হয়ে চিঙড়িয়ার মোড়ে নামতে হবে। সেখান থেকে পাটগাতী টু বাগেরহাট এর বাসে চিতলমারী উপজেলার গেটে এসে নামতে হবে। তার পর উপজেলা পরিষদ ভবনের সামনের নীচ তলার সিড়ির বাম পার্শ্বর প্রথম কক্ষ (৩ নং কক্ষ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস