গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়,
চিতলমারী, বাগেরহাট
সিটিজেন চার্টার
আমাদের পরিচিতি:
সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। ১৯০৪ সাল থেকে এ দেশের জনগণকে সমবায়ের ৭টি আদর্শে উদ্ভুদ্ধ করে এ প্রতিষ্ঠান দেশের সকল শ্রেণীর ও পেশার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরনের জন্য কাজ করে আসছে। এদেশে সমবায় আন্দোলন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৭টি আদর্শ দ্বারা পরিচালিত হয়। এগুলো হচ্ছে:
* স্বত:স্ফূর্ত ও অবাধ সদস্যপদ
* সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ
* সদস্যের আর্থিক অংশগ্রহণ
* স্বায়ত্ব শাসনও স্বাধীনতা
* শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য
* আন্ত:সমবায় সহযোগিতা
* সামাজিক অঙ্গীকার
সমবায়ের ভিত্তি হচ্ছে গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতামূলত: কৃষি নির্ভর অর্থনীতিকে সমর্থন করার জন্য এ দেশে সমবায়ের সূচনা হলেও বর্তমানে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে সমবায় তার কার্যক্রমকে বিস্তৃত করেছে। সরকারী কর্মসূচী এবং জনস্বার্থের সাথে সংগতি রেখে সমবায় সমিতি গঠন, নির্বাচন, মূলধনসৃষ্টি, বৃত্তিমূলক দক্ষতাবৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং বিভিন্ ব্যবসায়িক কার্যক্রমে অনুপ্রেরনা সৃষ্টির মাধ্যমে সমবায় বিভাগ দায়িত্ব পালন করে আসছে। উপজেলা সমবায় কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, বিভাগীয় সমবায় কার্যালয়, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন (৯টি), বাংলাদেশ সমবায়একাডেমী (কুমিল্লা) এবং সমবায় অধিদপ্তরে প্রায় ৪৮৫৪ জন কর্মকর্তা/ কর্মচারী জাতীয়, কেন্দ্রীয় এবং প্রাথমিক সমবায় সমিতির সদস্যগণকে আইনগত সহায়তাসহ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে।
আমাদের প্রত্যাশা:
গণতন্ত্রমনা দুর্নীতিমুক্ত স্বচ্ছ, জবাবদিহিতামূলক নারী-পুরুষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জন শক্তি গড়ে তোলার মাধ্যমে সমবায় আন্দোলনকে বেগবান করা।
আমাদের লক্ষ্য:
ধনী, দরিদ্র নির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি ও পূঁজি বিনিয়োগের মাধ্যমে স্ব-কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে দারিদ্র দূরীকরণ। শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক অংশ গ্রহণ নিশ্চিত করা।
আমাদের দায়িত্ব:
আমাদের সেবা সমূহ:
১। আইনগত সেবা:
সমবায় সমিতি আইন- ২০০১ (সংশোধিত-২০০২ ও ২০১৩) ও সমবায় সমিতি বিধিমালা- ২০০৪ মোতাবেক আইনগত সেবা সমূহ:
(ক) নিবন্ধন ও উপ-আইন সংশোধন:
(খ) ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন ও অবসায়ন:
২। প্রশিক্ষণ সেবা:
(ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেবাঃ
প্রশিক্ষণ সেবা প্রদানের জন্য কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়ীতে রয়েছে দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে মুক্তাগাছা, ফরিদপুর, ফেনী, মৌলভী বাজার, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, নওগাঁ এবং রংপুরে ৯টি আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট রয়েছে। রাজস্ব ও উন্নয়ন বাজেটের অধীনে এবং সমবায় উন্নয়ন তহবিলের অর্থায়নে এসকল প্রশিক্ষন প্রতিষ্ঠানের মাধ্যমে
(১) পেশাগত দক্ষতা উন্নয়ন
(২) সচেতনতা সৃষ্টি
(৩) সমবায় ব্যবস্থাপনা ও
(৪) বিভিন্ন আয়-বর্ধনকারক কোর্সে প্রশিক্ষন দেয়া হয়ে থাকে।
সমবায় অধিদপ্তরের ঢাকাস্থ সদর কার্যালয়, বাংলাদেশ সমবায় একাডেমী, কুমিল্লা, রংপুর এবং খুলনা আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৪ (চার) টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষন দেয়া হয়ে থাকে।
(খ) কোর্স সম্পর্কিত তথ্য:
(গ) এছাড়া ও সমবায় অধিদপ্তর বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সংস্থা/ প্রতিষ্ঠানের অনুরোধে ও অর্থায়নে যৌথ উদ্যোগে পেশাগত প্রশিক্ষণ, অবহিতকরন কোর্স, মাঠ সংযুক্তি, শিক্ষা সফর, কর্মশালা, সম্মেলন ইত্যাদি পরিচালনা করে থাকে।
(ঘ) সমবায় অধিদপ্তরের ঢাকাস্থ আগারগাঁও এর সদর কার্যালয় “সমবায় ভবন” এ বিভিন্ন আয়তনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সম্মেলন কক্ষ রয়েছে। নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান করে বিভিন্ন সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী এসকল ভেন্যু ব্যবহার করতে পারে।
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেবাঃ
দেশের প্রতিটি জেলা সমবায় কার্যালয়ে ১ জন প্রশিক্ষক ও ১ জন সহকারী প্রশিক্ষক সমন্বয়ে একটি ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট রয়েছে। এই ইউনিট গুলো সমবায় সমিতিতে গিয়ে সদস্যদের সমবায় ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। উৎসাহী সমবায় সমিতি জেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করে বিনা খরচে এই প্রশিক্ষণ সুবিধা গ্রহণক রতে পারে। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা গ্রহণের জন্য ঢাকাস্থ সদর কার্যালয়ের সমবায় ভবনের উপ-নিবন্ধক (সম্প্রসারণ ও প্রমোশন), কক্ষ নং-৫৩১, বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লায় অধ্যাপক (প্রশিক্ষণ), আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট সমূহের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষকের সাথে যোগাযোগ করা হলে, এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করবেন।
আমাদের অঙ্গীকার:
আমরা অঙ্গীকার করছি যে,
অভিযোগ ও নিষ্পত্তি:
(ক) উপজেলা পর্যায়ের অভিযোগ সমূহ উপজেলা সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।
(খ) জেলা পর্যায়ের অভিযোগ সমূহ জেলা সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।
(গ) বিভাগীয় পর্যায়ের অভিযোগসমূহ বিভাগীয় সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।
(ঘ) সমবায় অধিদপ্তরের কোন অভিযোগ থাকলে তা নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।
আমাদেরঠিকানা:
উপজেলা সমবায় কার্যালয়
চিতলমারী, বাগেরহাট
উপজেলা পরিষদ ভবন
কক্ষ নং-03
চিতলমারী, বাগেরহাট।
টেলিফোন:০৪৬৫২৫৬০৭
ইমেল- uco.chitalmari@gmail.com
সমবায় অধিদপ্তরের ওয়েব সাইট -www.coop.gov.bd
উপজেলা সমবায় অফিস, চিতলমারী, বাগেরহাট ওয়েব পেজ- www.chitalmari.bagerhat.gov.bd/node/673738
সমবায় অধিদপ্তর, ঢাকা |
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা |
জেলা সমবায় কার্যালয়, বাগেরহাট |
|
সমবায় ভবন এফ-১০, আগারগাঁও সিভিক সেক্টর ঢাকা- ১২০৭। ফোন: ৯১৪৪৬৭২, ৯১৪৫৫০১ coop_bangladesh@yahoo.com |
বিভাগীয় কমিশনারের সেক্রেটারিয়েট বয়রা, খুলনা। ফোন: ০৪১-৭৬০৪৫০ |
সমবায় ব্যাংক ভবন শালতলা, বাগেরহাট পোষ্টকোডনং- ৯৩০০ ফোন/ফ্যাক্স: ০৪৬৮-৬২৫৬৯ |
|