Wellcome to National Portal
Main Comtent Skiped





Title
গাভী ঋণের চেক বিতরণ
Details

অদ্য ০৪/০৯/২০২৫ খ্রিঃ তারিখে জনাব আহমেদ কামরুল হাসান মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বাগেরহাট মহোদয় চিতলমারী উপজেলা সফর করেন এ সময় তিনি উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের  ০২( দুই) জন সুবিধাভোগীকে ১,০০,০০০/- ( এক লক্ষ ) টাকা করে মোট ২,০০,০০০/- টাকা ঋণের চেক বিতরণ করেন। বিতরণ কালে  উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার চিতলমারী বাগেরহাট মহোদয় ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন।

Attachments
Image
Publish Date
04/09/2025
Archieve Date
04/09/2026